BRAKING NEWS

সাব্রুমে সড়ক দুর্ঘটনায় হত এক, গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ মোটর বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপশি গুরুতর জখম হয়েছেন দুজন৷ ঘটনা বুধবার বিকেলে ঘটেছে ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত সাব্রুম মহকুমার মগবাড়ি এলাকায়৷ নিহতকে বাইখোড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা জনৈক শ্রীমন্ত বৈদ্যের ছেলে অশোক বৈদ্য বলে শনাক্ত করা হয়েছে৷ আহত দুজনের নাম দিলীপ দেবনাথ এবং সঞ্জীব কর৷

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বিকেলে সাব্রুম শহরের মনুবাজার থেকে বাইখোড়া যাওয়ার পথে মনুবাজার বিএসএনএল অফিস সংলগ্ণ সেতুর কাছে মগবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি মোটর বাইক-সহ তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ প্রত্যক্ষদর্শীরা খবর দেন অগ্ণিনির্বাপক দফতরে৷ খবর পেয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে কর্মচারীরা ছুটে আসেন৷ তাঁরা আহতদের উদ্ধার করে মনুবাজার হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসার পর সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলার ত্রিপুরাসুন্দরী হাসপাতালে পাঠিয়ে দেন৷

নিহতকে বাইখোড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা জনৈক শ্রীমন্ত বৈদ্যের ছেলে অশোক বৈদ্য বলে শনাক্ত করেছেন স্থানীয়রা৷ তাছাড়া আহত দুজনকে বাইখোড়ারই শ্যামল দেবনাথের ছেলে দিলীপ দেবনাথ এবং প্রষাত শেখর করের ছেলে সঞ্জীব কর বলে পরিচয় পাওয়া গেছে৷ এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশও৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ পুলিশের তদন্তকারী অফিসার বলেছেন, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা তাঁদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *