নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ রাজ্যে ফের উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট৷ সাথে এক যুবককেও আটক করেছে বিএসএফ ৷ সীমান্ত রক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দীপক বিওপি সংলগ্ণ স্থানে ওই মাদকদ্রব্য-সহ যুবককে আটক করেছেন বিএসএফ জওয়ানরা৷

বিএসএফ আধিকারিক জানান, সীমান্তে প্রতিনিয়ত কড়া নজরদারি চলছে৷ তারই ফলশ্রুতিতে সীমান্ত দিয়ে পাচারের সময় ৯৪০টি ইয়াবা ট্যাবলেট-সহ ভারতীয় নাগরিক সবুজের রহমানকে জওয়ানরা আটক করেছে৷ সঞ্জীব কুমারের কথায়, সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দীপক বিওপি-র জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ওই যুবককে ইয়াবা ট্যাবলেট পাচার করতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে বিএসএফ৷ তিনি জানান, ধৃত যুবক সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন ধনপুর বিধানসভা কেন্দ্রের তারাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ তার কাছ থেকে বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা হবে, জানান বিএসএফ আধিকারিক৷
সঞ্জীব কুমার আরও জানান, সবুজের রহমানকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তার গ্রামেরই বাসিন্দা দুলাল মিয়াঁর কাছ থেকে ওই ট্যাবলেটগুলি সংগ্রহ করে বাংলাদেশের কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন দোলাকিয়া গ্রামের বাসিন্দা কমল মিয়াঁকে পৌছে দিতে বলা হয়েছিল তাঁকে৷ বিএসএফ আধিকারিক জানিয়েছেন, দুলাল মিয়াঁ কুখ্যাত পাচারকারী হিসেবে এলাকায় পরিচিত৷ ছোট ছোট প্যাকেটে ৫০০ থেকে ১,০০০টি ইয়াবা ট্যাবলেট ভরতি করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে ধনপুর, এনসিনগর এবং তারাপুকুর এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা তার রোজকার কাজ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ শীঘ্রই তাকে জালে তোলা সম্ভব হবে বলে বিএসএফ আশা প্রকাশ করেছে৷ সঞ্জীব কুমারের কাছে জানা গেছে, ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত যুবককে সোনামুড়া থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ৷
