সিপিএম রাজ্য কমিটির বৈঠকে নির্বাচনে বিপর্যয় নিয়ে বিশ্লেষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্টের হতাশাজনক ফলাফলের পর আজ প্রথম চুলচেরা বিশ্লেষণে বসেছে দলের রাজ্য কমিটি৷ এদিন বেলা ১১টা থেকে আগরতলার মেলারমাঠ এলাকায় দশরথ দেব স্মৃতিভবনে দলের রাজ্য কমিটির অফিসে বৈঠক শুরু হয়ে৷ বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস, রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য তথা প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর, প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সাংসদ ঝর্ণা দাসবৈদ্য, রাজ্য সম্পাদক মণ্ডলির বেশিরভাগ সদস্য-সদস্যারা৷ পরে এসে বৈঠকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যোগ দেন৷


আজকের বৈঠকের প্রধান বিষয় ছিল লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্টের চরম বিপর্যয়৷ রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে একটি আসনেও জয়ী হতে পারেনি ফ্রন্ট৷ শুধু এখানে শেষ নয়৷ ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সময়ও দল দ্বিতীয় স্থানে নেমে এসেছিল৷ কিন্তু মাত্র ১৪ মাসের ব্যবধানে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বামফ্রন্ট তৃতীয় স্থানে নেমে এসেছে৷ অথচ গত বিধানসভা নির্বাচনে যে কংগ্রেস দলের গড় ভোট ২ শতাংশের নীচে ছিল, সেই দল কী করে লোকসভা নির্বাচনে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ দলের এই নিম্নগামীতা আটকে কী করে এক সময় বামেদের অপ্রতিরোধ্য দুর্গ বলে পরিচিত ত্রিপুরায় সিপিআইএম তথা বামফ্রন্টকে আবার মূল প্রতিদ্বন্দ্বিতায় তুলে আনা যায় এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে৷


এছাড়া সিপিআইএম ত্রিপুরায় বিজেপি প্রতিষ্ঠার দিন থেকে তাদের কর্মীদের উপর সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করে আসছে যা এখনও অব্যাহত৷ এই সময় সন্ত্রাস আরও বৃদ্ধি পেয়েছে, ত্রিপুরায় গণতন্ত্র নেই৷ এই বিষয়টি কী করে জাতীয়স্তরে তুলে ধরা যায় তা নিয়ে আলোচনাকরা হয়েছে বলেও দলীয় সূত্রের খবর৷ একদিনের এই বৈঠক আজ সন্ধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা৷