নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি এক ট্যুইটবার্তায় তেলেঙ্গনা রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তেলেঙ্গনাবাসীকে শুভেচ্ছা জানান।

২০১৪ সালের ২ জুন সরকারিভাবে তেলেঙ্গনা রাজ্য প্রতিষ্ঠিত হয়। তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এবছর তেলেঙ্গনা রাজ্য পাঁচ বছর পার করে ছবছরে পা রাখল। এই উপলক্ষ্যে শনিবার রাত থেকে রাজধানী হায়দরাবাদকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। সাজানো হয়েছে রাজ্যের সচিবালয়ও। এদিন সকাল থেকে রাজ্যের বিভন্ন প্রান্তে সরকারি দফতরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

