উত্তর প্রদেশে ফের আক্রান্ত সপা নেতা, এবার গ্রেটার নয়ডা

নয়ডা (উত্তর প্রদেশ), ১ জুন (হি.স.): বিগত ১২ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার| উত্তর প্রদেশে ফের আক্রান্ত হলেন সমাজবাদী পার্টি (সপা)-র একজন নেতা| জৌনপুরের পর এবার গ্রেটার নয়ডা| শুক্রবার রাতে বন্ধুর সঙ্গে এসইউভি গাড়িতে চেপে এটা সেক্টরে অবস্থিত বাড়িতে ফিরছিলেন সমাজবাদী পার্টির জেলা সচিব ব্রজপাল রাঠি| গাড়ি চালাচ্ছিলেন চালক, টোয়োটা ফর্চুনার গাড়ির পিছনে বসেছিলেন রাঠি ও তাঁর বন্ধু| রাতের অন্ধকারে তিলপাট্টা চকের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ব্রজপালকে লক্ষ্য করে গুলি চালায়| হাতে গুলি লাগায় গুরুতর জখম হন ব্রজপাল, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই সপা নেতা আপাতত বিপদমুক্ত|

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সুরজপুর থানা এলাকায়| এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, এর আগে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল ব্রজপাল রাঠিকে| কিন্তু, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়| পুলিশি নিরাপত্তা উঠে যাওয়ার পরই আক্রান্ত হলেন সপা নেতা ব্রজপাল রাঠি| এই হামলার প্রেক্ষিতে পুলিশের অনুমান, রাজনৈতিক শত্রুতার কারণেই সম্ভবত এই আক্রমণ| প্রসঙ্গত, এর আগে শুক্রবার সকালে (৩১ মে) উত্তর প্রদেশের জৌনপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন সপা নেতা লালজি যাদব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *