নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : গণতন্ত্র এবং সংবিধান রক্ষা জন্য দলের সাংসদেরা সংসদের ভেতর এবং বাইরে লড়াই চালিয়ে যাবেন। শনিবার নবনির্বাচিত সংসদদের সঙ্গে বৈঠকে এমনই আহ্বান জানালেন কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী।

এদিন সংসদের সেন্ট্রাল হলে দলের নতুন সংসদদের উদ্দেশ্য করে সোনিয়া গান্ধী বলেন, নজিরবিহীন সঙ্কট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন সুযোগও তৈরি হয়েছে। হার থেকে শিক্ষা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে যেতে হবে। আমরা ফের ঘুরে দাঁড়াব। সংসদে শাসকদলকে যে কংগ্রেস ছেড়ে কথা বলবে না তা স্পষ্ট করে দিয়ে সোনিয়া গান্ধী বলেন, ভুয়ো তথ্য তুলে ধরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরে উন্নয়নের হিসেব তুলে ধরা উচিত। বিরোধী দল হিসেবে কংগ্রেস সত্য এবং স্বচ্ছতার জন্য লড়াই চালিয়ে যাবে। সতর্ক এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে কংগ্রেস। জনগণের অধিকারের জন্য সংসদ এবং সংসদের বাইরে সরব হবে কংগ্রেস। মোদী সরকারের বিরুদ্ধে নির্ভীক প্রচার চালানোর জন্য এদিন রাহুল গান্ধীর প্রশংসাও করেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম জনসমক্ষে ভাষণ দিলেন সোনিয়া গান্ধী। এদিনের বক্তব্যেও দেশজুড়ে কৃষকদের দুরবস্থা কথা তুলে ধারার পাশাপাশি শ্রমিক, ছোটব্যবসায়ীদের কথাও তুলে ধরেন তিনি। কংগ্রেসের পক্ষে যে ১২.৩ কোটি ভোটার ভোট দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, যে ১২.৩ কোটি মানুষ কংগ্রেসের হয়ে ভোট দিয়েছে তাদের ধন্যবাদ জানাই। কংগ্রেসকে ভোট দেওয়া মানে সংবিধানকে রক্ষা করা। আর্থিক প্রগতি এবং সামাজিক উন্নয়ন, স্বাধীনতা এবং সামাজিক ন্যায়ের জন্য জনগণ কংগ্রেসকে ভোট দিয়েছে।
পাশাপাশি দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, নিরলস ভাবে কংগ্রেস কর্মীরা কাজ করে গিয়েছে। চূড়ান্ত প্রতিরোধের মুখে পড়েও প্রচার চালিয়ে গিয়েছে দলীয় কর্মীরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মনমোহন সিং, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা।
