বেগুসরাই (বিহার), ৩১ মে (হি.স.): লোহার রডের আঘাতে বিহারের বেগুসরাই জেলায় প্রাণ হারালেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পঞ্চায়েত সভাপতি| বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেগুসরাই জেলার সিংঘৌলের আমরাউর কীরতপুর গ্রামে| নিহত বিজেপি পঞ্চায়েত সভাপতির নাম হল, গোপাল সিং| মামলা রুজু করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
বিজেপির পঞ্চায়েত সভাপতিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে আমরাউর কীরতপুর গ্রামে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপির পঞ্চায়েত সভাপতি গোপাল সিংকে| বেধড়ক মারধর করার পর রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় গোপাল সিংকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|’ পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি খুনের মামলা| তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’ কি কারণে এই খুন, তা তদন্ত করে দেখছে police|