নয়া দিল্লি, ৩০ মে (হি.স.) : মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া ও বিদর্ভা এলাকায় আগামী তিনদিনের জন্য তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।
ইন্ডিয়া মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা ভারতের আবহাওয়া দফতর সূত্রে এই তথ্য জানা গিয়েছে। এই দুটি এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রির ওপরে উঠতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। গরমে তীব্র দাবদাহের কারণে ওই এলাকার মানুষদের সর্তক করা হয়েছে । আবহাওয়া দফতর থেকে দুপুরে বাড়ির বাইরে বেড়োতে নিষেধ করা হয়েছে।
শুধু মারাঠাওয়াড়া ও বিদর্ভা এলাকায় তাপমাত্রার পারদ বেড়েছে তাই নয় অন্যদিকে পঞ্জাবের অমৃতসরেও প্রচন্ড গরমে নাজেহাল মানুষ। ওখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রিতে। এছাড়াও উত্তর প্রদেশের লখনউতেও তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠছে ওখানকার মানুষের। ওখানে তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।