পাঁচটি পিস্তল ও ছয়টি ম্যাগাজিনসহ এক মহিলা ও দুই যুবক ধৃত আগরতলা রেলস্টেশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যে বড় ধরনের অস্ত্র চোরাকারবারে থাবা বসিয়েছে রেল পুলিশ৷ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আগ্ণেয়াস্ত্র-সহ তিনজনকে জালে তুলে নেওয়া হয়েছে৷
বুধবার রেলওয়ে পুলিশ ফোর্সের সহকারী কমান্ডেন্ট অভয়কুমার সিং জানান, ৫টি পিস্তল ও ৬টি ম্যাগাজিন-সহ এক মহিলা ও দুই যুবককে আটক করা হয়েছে৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, গোপন সূত্রে খবর মিলেছিল আগরতলায় আগ্ণেয়াস্ত্র পাচার হবে৷ তিনি জানান, লামডিং থেকে এক মহিলা অস্ত্র নিয়ে দেওঘর এক্সপ্রেসে আগরতলার উদ্দেশে রওয়ানা দেন৷ ওই মহিলার অস্পষ্ট একটি ছবি রেল পুলিশের হাতে এসেছিল৷ সেই খবরের ভিত্তিতে ধর্মনগর স্টেশন থেকে রেল পুলিশের একটি টিম ওই ট্রেনে উঠে৷


অভয়কুমার সিঙের কথায়, দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে সাধারণ কামড়ায় ওই মহিলার সন্ধান মিলে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়৷ তিনি বলেন, ওই মহিলাকে আগরতলায় নিয়ে আসার পথে জিজ্ঞাসাবাদে জানা যায় দুজন তার কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করতে স্টেশনে আসবে৷ সেই মোতাবেক আগরতলা স্টেশনে আরপিএফ-কে সতর্ক করা হয় এবং তাঁদের প্রস্তুত থাকতেও বলা হয়৷


তিনি জানান, আগরতলা স্টেশনে পৌছে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়৷ এর পর নিরাপদ দূরত্বে থেকে তাকে নজরে রাখা হয়৷ ওই সময় দুই যুবক মহিলার সাথে দেখা করতে আসে৷ তখনই দুজনকে আটক করা হয়৷ অভয়কুমার সিং জানিয়েছেন, ধৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে৷ তারা গোমতি জেলার নতুনবাজারের বাসিন্দা সইলারানি চাকমা, সিপাহিজলা জেলার গোলাঘাটির বাসিন্দা লরেন্স দেববর্মা ও বিনোদ দেববর্মা৷ তিনি জানান, তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, দুটি মোবাইল ও নগদ পাঁচ হাজার টাকা এবং একটি রেডিও উদ্ধার হয়েছে৷ পিস্তলগুলির মধ্যে দুটি ইতালি এবং তিনটি মায়ানমারে তৈরি হয়েছে৷


আগ্ণেয়াস্ত্র-সহ তাদের আমতলি থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷ আমতিল থানার ওসি জানিয়েছেন, ধৃত তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে৷ এই অস্ত্র তারা রাজ্যে কেন এনেছেন এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত কিছুর রহস্য উন্মোচনের চেষ্টা চলছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় একসাথে ৫টি বিদেশী বন্দুক উদ্ধারের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক৷ এই আগ্ণেয়াস্ত্র আমদানির পেছনে রহস্য উন্মোচন করা সম্ভব না হলে, ত্রিপুরার আইন-শৃঙ্খলা বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *