রাজ্য প্রশাসনে ফের রদবদল দুই আধিকারিকের পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাজ্য প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হয়েছে৷ পাশাপাশি প্রশাসনের দুই পদস্থ আধিকারিককে অতিরিক্ত মুখ্যসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪১ জন আধিকারিকের রদবদল করা হয়েছে৷ নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হতেই প্রশাসনে প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷ বিশেষ করে নির্বাচন কমিশনের নির্দেশে যে সমস্ত আধিকারিকদের সরানো হয়েছিল, তাঁদের ফিরিয়ে আনা হয়েছে৷


লোকসভা নির্বাচনী প্রক্রিয়ায় অসন্তোষের কারণে কমিশন সদর মহকুমাশাসক অসীম সাহাকে সরিয়ে দিয়েছিল৷ আজ ফের তাঁকে ওই পদে ফিরিয়ে এনেছে রাজ্য প্রশাসন৷ আজ প্রশাসনের তরফে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে পাঁচজন মহকু মাশাসক, সাতজন সহকারী মহকুমাশাসক, আটজন বিডিও এবং অন্যান্য পদাধিকারী-সহ মোট ৪১ জন আধিকারিককে রদবদল করা হয়েছে৷ এদিকে, মনোজ কুমার এবং কুমার অলককে পদোন্নতি দিয়েছে রাজ্য সরকার৷ তাঁদের অতিরিক্ত মুখ্যসচিব পদে পদোন্নতি দিয়েছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *