রাজ্যের কলেজগুলিতে শুরু ভর্তি প্রক্রিয়া, পঠন পাঠন আরম্ভ ৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাজ্যের সরকারি কলেজগুলিতে আজ থেকে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে৷ চলবে ১৫ জুন পর্যন্ত৷ তবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল প্রকাশিত হয়নি৷ তাই এখন শুধু বিজ্ঞান বিষয়ে ভরতি চলছে৷


এ-বিষয়ে মহিলা কলেজের অধ্যক্ষা মনিদীপা দেববর্মা জানিয়েছেন, অফলাইনে ভরতির করা হবে৷ ৮ জুলাই থেকে কলেজগুলিতে পঠন-পাঠন শুরু হবে৷ তিনি জানিয়েছেন, ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ভরতি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে৷ আজ থেকেই ফর্ম বিলি এবং জমা নেওয়া হচ্ছে৷ ১৫ জুন পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷ তাঁর কথায়, ১৭ থেকে ২০ জুন জমাকৃত সমস্ত ফর্ম স্ক্রুটিনি করা হবে৷

২৪ জুন মেধা তালিকা প্রকাশিত হবে৷ তিনি আরও জানান, প্রকাশিত তালিকার ভিত্তিতে ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কলেজে ভরতি হতে পারবেন ছাত্রছাত্রীরা৷ প্রসঙ্গত, আগরতলায় ২২টি ডিগ্রি কলেজ রয়েছে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কলেজ ছাড়াও সিবিএসই এবং আইসিএসই অনুমোদিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ওই কলেজগুলিতে ভরতি হবেন৷ আজ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *