বিশাখাপত্তনম, ২৯ মে (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবির জন্য সংসদে সরব হবে দলের ২২ জন সাংসদ। বুধবার এমনই দাবি করলেন ওয়াইএসআর কংগ্রেস নেতা এমভিভি সত্যনারায়ণ। পাশাপাশি বিশাখাপত্তনমকে বিশ্বমানের শহরে পরিণত করতে যে বদ্ধপরিকর নতুন রাজ্য সরকার সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এদিন এমভিভি সত্যনারায়ণ বলেন, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি গুরুত্ব দিয়েছেন জগনমোহন রেড্ডি। এই মর্যাদা অর্জনের লক্ষ্যে দলের ২২ জন সাংসদই সংসদে সরব হবে। পাশাপাশি বিশাখাপত্তনমকে বিশ্বমানের শহরে পরিণত করতে যে নতুন সরকার বদ্ধপরিকর তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বকেয়া সমস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়িত করা হবে।
উল্লেখ্য, রাজ্যের ক্ষমতায় থাকাকালীন বিশেষ মর্যাদার দাবিতে বহুবার সরব হয়েছেন টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। এমনকি এনডিএ সরকার থেকে সমর্থনও তুলে নিয়েছিল টিডিপি। এবার এই একই ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে মরিয়া ওয়াইএসআর কংগ্রেস। লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ২২ আসনে জয়লাভ করেছে ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভাতে ১৫১ আসন পেয়েছে এই দলটি ।