নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করলেন জেডি(ইউ) সভাপতি অমিত শাহ।
দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভায় জেডি(ইউ)-র কতজন প্রতিনিধি থাকবে, তা নিয়ে দুই নেতার মধ্যে বৈঠক হয়। পাশাপাশি এদিন সদ্য নির্বাচিত জেডি(ইউ) সাংসদদের সঙ্গেও দেখা করেন নীতিশ।
উল্লেখ করা যেতে পারে বিহারের ৪০ আসনের মধ্যে ৩৯ আসনে জয়লাভ করে বিজেপি-জেডি(ইউ)-এলজেপি জোট। বিহারে চূড়ান্ত পর্যদুস্ত হয়েছে আরজেডি-কংগ্রেস জোট। এর পাশাপাশি গোটা দেশে চমকপ্রদ ফলাফল করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।