জয়পুর, ২৯ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে রাজস্থানে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি রাজ্য সরকারের কাজে অনাস্থা প্রকাশ করেছে বহু কংগ্রেস নেতা। কিন্তু এত কিছুর পরেও রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে এই সিদ্ধান্ত বলে বিএসপি তরফে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে বুধবার বিএসপি নেতা রামজি গৌতম বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে বিএসপি সভাপতি মায়াবতী রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন জানিয়েছেন। এই সমর্থন চালিয়ে যাবে বিএসপি। রামজি গৌতম আরও বলেন, জাতপাত এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরই লড়েছে বিএসপি। সমস্ত বিএসপি বিধায়কদের কংগ্রেস সরকারকে সমর্থন করার জন্য বলা হয়েছে। বিএসপি বিধায়কদের মধ্যে কেউ যদি এর বিরোধিতা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।