নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : মন্ত্রীত্ব থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জেটলি৷ প্রধানমন্ত্রী মোদীর কাছে, ”নতুন সরকারে কোনও রকম দায়িত্বের ভাগিদার হতে চাই না ”এর একমাত্র কারণ হল তাঁর শারীরিক পরিস্থিতি। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ গ্রহণ করতে চলেছেন, গঠিত হবে নতুন মন্ত্রিসভা, তার ঠিক আগেই প্রাক্তন অর্থমন্ত্রী তাঁর চিঠির একটি অংশ টুইট করেছেন।
প্রথম মোদী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন জেটলি৷ কিন্তু গত দেড় বছর ধরেই শারীরিক অসুস্থ ছিলেন তিনি৷ তাঁর কিডনি প্রতিস্থাপন হয়৷ ফলে গত কয়েক মাস তিনি অর্থমন্ত্রকে নিয়মিত ছিলেন না৷ তাই তাঁকে যেন মন্ত্রকের মতো গুরু দায়িত্ব না দেওয়া হয়৷ এদিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সেই আবেদনই করেন অরুণ জেটলি৷
এর আগে একই কথা বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েছিলেন মোদী মন্ত্রিসভার অভিজ্ঞ এই সদস্য৷ এদিন চিঠি দিয়ে জানালেন ”আমি আপনার উদ্দেশে লিখিত ভাবে, আনুষ্ঠানিক অনুরোধ জানাচ্ছি যে আমার নিজের প্রতি কিছু দায়িত্ব আছে,আমার চিকিৎসা, আমরা শরীর ও আরও কিছু, যার জন্য আমি বর্তমান সরকারের কোনরকম দায়িত্ব নিতে সক্ষম নই।” তবে,জেটলি জানিয়েছেন দলের প্রয়োজনে ও সরকারের কাজে প্রয়োজনে সহযোগিতা তিনি করবেন৷
বিগত পাঁচ বছরে মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি৷ তাঁর মন্ত্রীত্বকে ‘এক যাত্রা’ বলে উল্লেখ করেন তিনি৷ চিঠি তে জেটলি জানিয়েছেন মোদী মন্ত্রিসভায় কাজ করে তিনি আনন্দিত৷ তাঁর মতে সম্পূর্ণটাই ছিল শিক্ষণীয়৷ অর্থমন্ত্রী পদের জন্য তিনি অত্যন্ত গর্বিত বলেও চিঠিতে উল্লেখ করেন জেটলি৷