শ্রীনগর, ২৮ মে (হি.স ): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| ওই এলাকায় কমপক্ষে আরও দু’জন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় লুকিয়ে রয়েছে দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোকেরনাগ এলাকায় ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|
তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও দু’জন সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে রয়েছে| আপাতত ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|