BRAKING NEWS

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ক্যারোলিন-র

প্যারিস, ২৮ মে (হি.স.) : রোলাঁ গারোর দ্বিতীয় দিনেও মহিলা সিঙ্গলসে বিশ্বের ৬৮ নম্বরের কাছে হেরে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ক্যারোলিন ওজনিয়াকি৷ অন্য দিকে চোটের জন্য প্রথম রাউন্ডে কোর্টে নামার আগেই সরে দাঁড়ালেন পেত্রা কিতোভা৷

প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওজনিয়াকি সোমবার প্রথম সেটে বিগল করার পরেও টানা দু’টি সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন৷ ত্রয়োদশ বাছাই দানিশ খেলোয়াড়কে তিন সেটের লড়াইয়ে (০-৬, ৬-৩,৬-৩) হারান রুশ খেলোয়াড় ভেরোনিকা কুদারমিটোভা৷ প্রথম সাতটি গেম জেতার পরও রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন ওজনিয়াকি৷ রোলাঁ গারোয় দু’বারের কোয়ার্টার ফাইনালিস্ট ওজনিয়াকি৷ চলতি মাসের শুরুতে কাফ মাসলে চোটের জন্য ইটালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷

রবিবার প্রথম দিনেও মহিলা সিঙ্গলসে অঘটন ঘটেছিল৷ বিশ্বের ৮১ নম্বরের কাছে হেরে রোলাঁ গারোর প্রথম রাউন্ডেই বিদায় নেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাজেলিকি কারবার৷ অ্যান্থাসিয়া পোটাপোভার কাছে স্ট্রেট সেটে (৪-৬,২-৬) হারেন কারবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *