কর্তব্যরত জিআরএস আক্রান্ত কদমতলা ব্লকে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৭ মে৷৷ উত্তরের কদমতলা ব্লকাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের শ্রমিক দ্বারা কর্তব্যরত অবস্থায় জিআরএস আক্রান্ত৷ জানা যায় বাঘন গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে রেগার কাজ না থাকায় দুইজন ব্যক্তি পঞ্চায়েতের জিআরএস সিরাজ উদ্দিন কে প্রচন্ড ভাবে মারধর করে৷ তারা হলেন জাবির হোসেন ও আজির উদ্দিন নামের দুই যুবক৷মারধরের ঘটনা চাউর হতেই কদমতলা ব্লগ থেকে অন্যান্য জিআরএস ও স্টাফ ছুটে যায় বাঘন পঞ্চায়েতে৷সেখান থেকে সিরাজ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কদমতলা প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করানো হয়৷পরে কদমতলা থানায় ওই দুই ব্যক্তির নামে মামলা রুজু করা হয়৷

জি আর এস সিরাজ উদ্দিন জানান ওই দুই ব্যক্তি প্রথমে এসে রেগার কাজ ব্যাপারে জানতে চায়৷ উনি বলেন এস্টিমেট না থাকায় কাজ করানো সম্ভব হচ্ছেনা৷ ইস্টিমিট আসলেই কাজ করা হবে৷এই কথা বলতে না বলতেই তারা দুজন চড়াও হয় জিআরএস সিরাজ উদ্দিনের উপর এবং প্রচন্ড ভাবে মারধর করে বলে জি আর এস সিরাজ উদ্দিনের অভিযোগ৷এই ঘটনায় অন্যান্য জিআরএস রাও খুব প্রকাশ করেন৷ এই ভাবে পঞ্চায়েতে জিআরএস আক্রান্ত হলে রেগার কাজ কি ভাবে করা সম্ভব৷

উনাদের বক্তব্য হলো রেগার কাজের ইস্টিমেট এর সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিবের মাধ্যমে রেগার কাজ করানো হয়ে থাকে৷ পঞ্চায়েত প্রতিনিধিরা যদি এস্টিমেট এর জন্য উদ্যোগ না নেয় তাহলে জিআরএস দের কি করণীয় আছে বলে জানান জিআরএস কর্তৃপক্ষরা৷ তবে ডিউটিরত অবস্থায় সরকারি অফিসে একজন সরকারি কর্মচারী কে মারধরের ঘটনায় ওটা কদমতলা জুড়ে সমালোচনার ঝড় বইছে৷ এদিকে কদমতলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *