নির্বাচনোত্তর সন্ত্রাস বাড়ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে৷ এই অভিযোগ তুলে সন্ত্রাস দমনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি জানাল প্রদেশ কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের কথায়, জনভিত্তি হারিয়ে প্রতিহিংসায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল বিজেপি৷ তাই, সন্ত্রাস থামানোর জন্য বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রীর আবেদন কেউ শুনছেন না৷


আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক গত কয়েকদিনে রাজ্যে সন্ত্রাসের তথ্য তুলে ধরেন৷ তাঁর মতে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সন্ত্রাসের ঘটনা ঘটেছে বহুবার৷ কিন্তু, লোকসভা নির্বাচনের পর এমনভাবে সন্ত্রাস হতে দেখিনি কখনো৷ তাঁর দাবি, ১৩ মাসে রাজ্য পরিচালনায় ব্যর্থতার কারণে জনভিত্তি হারিয়েছে বিজেপি৷ তাই, সন্ত্রাস এখন তাদের কাছে মানুষের মুখ বন্ধ করার একমাত্র মাধ্যম৷


সুবল ভৌমিকের বক্তব্য, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি মানুষের সহানুভূতি থাকতেই পারে৷ কিন্তু, বিজেপি ছাড়া অন্য কোন দলের সমর্থকদের রাজ্যে থাকতে দেওয়া হবে, এমন মানসিকতা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর৷ তিনি বলেন, নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণে ৫৫০ জন কংগ্রেস কর্মী ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন৷ তারা বাড়ি ফিরতে পারছেন না৷ তিনি আরও জানান, ২৭ জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া, প্রচুর বাড়িঘরে ভাঙচুর, অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷
তিনি বলেন, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দল রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে৷ কিন্তু, সন্ত্রাস বন্ধ হচ্ছে না৷ তাঁর কথায়, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্ত্রাস বন্ধ করার আবেদন জানিয়েছিলেন৷ শুধু তাই নয়, পুলিশকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী৷ কিন্তু, সেই নির্দেশ পালন হয়নি৷ তাই, প্রদেশ কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবকে পদত্যাগের দাবি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *