বারাণসী, ২৭ মে (হি. স.) : বারাণসী গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই বারাণসী থেকে গতবারের চেয়ে এবার এক লাখ বেশি ভোট পেয়েছেন মোদী ।আর তাই নির্বাচনের ফল প্রকাশের পরেই তিনি জানিয়েছিলেন কাশীর বাসিন্দাদের ধন্যবাদ জানাতে যাবেন। সে মতোই এদিনের এই সফর। তার আগে মায়ের আশীর্বাদ নিতে গান্ধীনগর গিয়েছিলেন। সোমবার বারাণসীতে গিয়ে শঙ্খধ্বনি এবং সংস্কৃত মন্ত্র উচ্চারণের মধ্যেই কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। শহরে পৌঁছে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে শহররে পুলিশ লাইনে এসে পৌঁছন তিনি। সেখান থেকে সড়ক পথে যান মন্দিরে। তাঁর সফর ঘিরে নিরাপত্তার বাড়তি বন্দোবস্ত থাকছে। পুজো দেওয়ারও কর্মসূচি ছিল তাঁর। ঠিক যেভাবে গতবার নির্বাচনে জেতার পর পুজো দিয়েছিলেন এবারও সেভাবেই পুজো দেন তিনি। অনুগামীরা যাতে পুজো দেখতে পান তার জন্য মন্দিরের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। বিজেপির পতাকায় ঢাকা পড়েছে গোটা শহর। তাঁকে দেখার জন্যে রাস্তার দু’ধারে ভিড় জমান সাধারণ মানুষ। তাঁকে লক্ষ্য করে ফুল এবং গোলাপের পাপড়ি ছুড়ে দেন অসংখ্য মানুষ। এদিনই শহরে বিজেপি কর্মীদের উদ্দেশে দেন তিনি। এবার ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে এখান থেকে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী। গতবারের চেয়ে এই ব্যবধানটা প্রায় এক লক্ষের মতো বেশি।