BRAKING NEWS

শান্তিরবাজারে কমান্ডার জীপ উল্টে জখম ৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি৷ ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোরা থানা লাগোয়া এস.এস.বি ক্যাম্প সংলগ্ণ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে৷ টিআর-০৩-৩১৩৪ নাম্বারের কমান্ডার গাড়িটি শান্তিরবাজার থেকে ৯ জন যাত্রী নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওয়ানা হয়৷

বাইখোরা থানা অতিক্রম করে গাড়িটি এস.এস.বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় যেতেই নিয়ন্ত্রন হারিয়ে ফলে৷ এবং গাড়িটি উল্টে যায়৷ এতে গাড়িতে থাকা ৯ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে পাঠায়৷ কিন্তু আহতদের সকলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *