রাজৌরিতে গভীর রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

রাজৌরি, ২৬ মে (হি.স.) : গভীর রাতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাকিস্তানিদের ছোড়া গুলিতে গুরুতর আহত এক তরুণ। পাল্টা যোগ্য জবাব ভারতের। 


শনিবার গভীর রাত ১২টা নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে অবিরাম ধারায় গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান। মর্টার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলতে থাকে গোলা বর্ষণ। মূলত ভারতীয় সেনা ছাউনি এবং স্থানীয় গ্রামগুলিকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা।

পাকিস্তানের গোলায় গুরুতর আহত হন মহম্মদ ইশাক নামে এক তরুণ। আশঙ্কাজনক তাকে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে নৌশেরার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে ওই তরুণকে জম্মুর হাসপাতালে ভর্তি করানো হয়। মহম্মদ ইশাকের বাড়ি নৌসেরার পোকারনিতে।