আমেঠিতে দুষ্কৃতীদের হাতে খুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান, তদন্তে পুলিশ

আমেঠি, ২৬ মে (হি.স.) :  প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। রবিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার দয়া রাম বলেন, বছর ৫০-এর সুরেন্দ্র সিং নামে বারাওলিয়ার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে মাথায় গুলি করে খুন করা হয়। নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে শনিবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ খুন হন সুরেন্দ্র সিং।

এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় লখনউতে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনার তদন্ত করে দেখছে জামোহ থানার পুলিশ।  সুরেন্দ্র সিংক-এর মাথায় গুলি করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটকও করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক হিংসা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 


লোকসভা নির্বাচনে বারাউলি গ্রাম সংবাদের শিরোনামে উঠে এসেছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা অভিযোগ করেছিলেন যে রাহুল গান্ধীকে অপমান করার জন্য বাড়ি বাড়ি জুতো সরবরাহ করেছেন স্মৃতি ইরানি।  স্মৃতি ইরানি একনিষ্ট সমর্থক হওয়ায় এই জুতো সরবরাহ করার অন্যতম দায়িত্বে ছিলেন সুরেন্দ্র সিং। উল্লেখ্য আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫১২০ ভোটে পরাজিত হয়েছেন রাহুল গান্ধী।