BRAKING NEWS

ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে সাক্ষর রাষ্ট্রপতির, জমা পড়ল জয়ীদের নামের তালিকা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): প্রথা অনুযায়ী শুক্রবারই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওই দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী| রাষ্ট্রপতি তা গ্রহণও করেন| পাশাপাশি শুক্রবারই ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা| কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে শনিবার ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এদিনই রাষ্ট্রপতির কাছে সপ্তদশ লোকসভা নির্বাচনের জয়ীদের নামের তালিকা তুলে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং সুনীল চন্দ্র| সুষ্ঠুভাবে সপ্তদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় মুখ্য নির্বাচন অফিসার-সহ অন্যদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি| প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩ আসনে জয়ী হয়েছে| কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫২টি আসন| আঞ্চলিক দলগুলির মধ্যে সর্বাধিক আসনে জয়লাভ করেছে ডিএমকে| ডিএমকে-র প্রাপ্ত আসন ২৩| এরপরই তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি| তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি ২২টি করে আসনে জয়লাভ করেছে|

দেশজুড়ে এই মুহূর্তে জল্পনা চলছে যে, আগামী ৩০ মে দেশের পঞ্চদশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী| ওই দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিদেশি অতিথিরা| এ জন্য নাকি আমন্ত্রণও পাঠানো হচ্ছে| এই গুজবে জল ঢেলে দিল সরকার| সরকার সূত্রের খবর, ‘মিডিয়ায় গুজব চলছে| এই মুহূর্তে, আমাদের কাছে এমন ধরনের কোনও তথ্য নেই| কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হলেই মিডিয়াকে আমরা অবগত করবো|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *