টোঙ্ক (রাজস্থান), ২৫ মে (হি.স.): রাজস্থানের হনুমানগড়ের পর এবার টোঙ্ক জেলা| ঋণের ভারে জর্জরিত হয়ে রাজস্থানে ফের আত্মঘাতী হলেন একজন কৃষক| রাজস্থানের টোঙ্ক জেলায় নিজ বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বছর ৪৫-এর একজন কৃষক| আত্মঘাতী কৃষকের নাম হল-বালু মীনা| তাঁর বাড়ি টোঙ্ক জেলার ডুনি থানা এলাকায়| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঋণের বোঝায় জর্জরিত হওয়ার কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক| ঘটনার তদন্ত শুরু করেছে ডুনি থানার পুলিশ|
এ ব্যাপারে শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে নিজের ঘরেই আত্মঘাতী হন বছর ৪৫-এর ওই কৃষক| শনিবার সকালে বালু মীনার ভাইপো তাঁর কাকার দেহ ঝুলতে দেখেন| এরপর পরিবারের পক্ষ থেকে নিকটবর্তী থানায় খবর দেওয়া হয়| ডুনি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) নরেশ কানওয়ার জানিয়েছেন, শুক্রবার রাতে অথবা শনিবার ভোরের আগে আত্মঘাতী হয়েছেন ওই কৃষক| ঋণের কারণেই সম্ভবত ওই কৃষক আত্মঘাতী হয়েছেন| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
এই প্রথম নয়, কিছুদিন আগে রাজস্থানের হনুমানগড় জেলাতেও ঋণের দায়ে আত্মঘাতী হয়েছিলেন একজন কৃষক| প্রসঙ্গত, রাজস্থানে কৃষক আত্মহত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, সরকার পাল্টালেও মরুরাজ্যে কৃষকদের অবস্থার কোনও উন্নতি হয়নি|