নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ মে৷৷ শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার অধীন রংমালা এলাকায় পূর্ণরাম দেববর্মা (৫৫)কে ভাতিজা রণজিৎ দেববর্মা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে৷ তখন বাঁচার তাগিদে ভাতিজাকে এলোপাথাড়ি কুপাতে থাকে বলে জানায় পরিবারের লোকজন৷

সাথে সাথেই রক্তাক্ত কাকা ও ভাতিজাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো দা উদ্ধার করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই রক্তারক্তি কান্ড৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷
