গন্ডাছড়ায় সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ সার্ভিস রাইফেলের গুলিতে আরও এক বিএসএফ জওয়ানের আত্মহত্যা৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ধলাই জেলার গন্ডাছাড়া থানার অধীন পঞ্চরতন এলাকায়৷ নিহত জওয়ানের নাম অশ্বীনি কুমার৷ বয়স পঞ্চাশ৷ বাড়ি জম্মু ও কাশ্মীরে৷ তিনি আমবাসাস্থিথ ৮৬ নম্বর ব্যাটেলিয়ানের প্রধান কার্য্যালয়ে কর্মরত৷

গতকাল ভোট গণনা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে আমবাসা থেকে এক কোম্পানী জওয়ানকে গন্ডাছড়ায় নিয়ে যাওয়া হয়েছিল৷ আগামীকাল তাদের আমবাসায় ফিরে যাওয়ার কথা৷ এরই মধ্যে শুক্রবার দুপুরে টিআর-০৪-১২১৬ নম্বরের একটি বাসের মধ্যে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন অশ্বীনি কুমার৷ সহকর্মীরা তাকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *