নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : বিজেপির বিপুল জয়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। এই জয় নরেন্দ্র মোদী একার। বিজেপির নয় বলে কটাক্ষ করেছেন তিনি।

এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে ৩৪৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে ৯১টি আসনে। বিজেপির এই বিপুল জয়কে কটাক্ষ করে অভিষেক মনু সিংভি বলেন, জয়ের ধারা যে দিকে যাচ্ছে তা থেকে স্পষ্ট এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একার। বিজেপির নয়।
নির্বাচনী প্রচারে আদর্শ আচরণ বিধি ভাঙার জন্য নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি এখন মোদী কোড অফ কন্ডাক্ট হয়ে গিয়েছে। ইভিএম-কে দায়ী করে অভিষেক মনু সিংভি বলেন, ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইভিএম এখন বিজেপির কাছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে পরিণত হয়েছে।
অন্যদিকে বিজেপি নেতা রাজনাথ সিং বিজেপির এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে।