BRAKING NEWS

বিপুলভাবে প্রত্যাবর্তন বিজেপির : মোদীকে অভিনন্দন জিনপিং-পুতিনের

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ঐতিহাসিক জয়ের পথে ভারতীয় জনতা পার্টি| পূর্ণাঙ্গ ফলাফল এখনও ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং| নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,  আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি, এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও| ফোন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে| সাধারণ নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্যের প্রেক্ষিতে টেলিগ্রাম মারফত মোদীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন| আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি টুইট করে লিখেছেন, ‘ভারতের জনগণের বিপুল রায়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী| দুই গণতান্ত্রিক দেশের মধ্যে আরও দৃঢ় সহযোগের জন্য উদগ্রীব আফগান সরকার ও জনগণ|’

সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ৩০১টি আসনে| কংগ্রেস মাত্র ৫০টি আসনে এগিয়ে রয়েছে| প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘একসঙ্গে আমরা উন্নীত হব| একসঙ্গে আমরা শক্তিশালী এবং সর্বব্যাপী ভারত নির্মাণ করব| ভারত ফের জয়লাভ করল!’ চিনের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভুটানের রাজা ছাড়াও  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শুভেচ্ছা বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘জমকালো জয়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী| আপনার সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে উদগ্রীব|’ পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে হবে আমাদের|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *