নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন৷ এমনই ঘোষণা করেছেন বিজেডি প্রধান নবীন পট্টনায়েক৷আর এই ঘোষণা, যা বিজেপির পক্ষে থাকার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এদিকে বিজেডি থেকে পদ্ম শিবিরের নাম লেখানো জয় পান্ডার দাবি, ‘বিজেপি উদারমনস্ক৷ কেউ এনডিএকে সমর্থন করতেই পারে৷’
এত দিন কেন্দ্রে অ-বিজেপি ও অ-কংগ্রেসী শক্তির সরকার গঠনের পক্ষে সওয়াল করেছিলেন৷ তবে ভোটের পর সেই গোঁ ভেঙেছেন নবীন পট্টনায়েক৷ ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন৷ ঘোষণা করেছেন বিজেডি প্রধান৷
মোদী পট্টনায়েক জোট হলে কী তবে জয় পান্ডা কোণঠাসা হয়ে পড়বেন? সতর্ক উত্তর একটা নবীন ঘনিষ্ঠ জয়ের দাবি, ‘‘বিজেপি এককভাবেই ম্যাজিক ফিগার টপকে যাবে৷ এনডিএ পাবে ৩০০-র বেশি আসন৷ ফলে আগ বাড়িয়ে প্রয়োজন সমর্থনের প্রয়োজন হবে না৷’’
লোকসভা নির্বাচনের সঙ্গেই ওডিশায় হয়েছে বিধানসভা ভোট৷ বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ রাজ্যে শঙ্খ ধ্বনি বাজলেও লোকসভায় ভালো ফল করবে বিজেপি৷ সমীক্ষা বলছে ২১ আসনের লোকসভায় বিজেপি পেতে পারে ১২টি আসন৷ বিজেডি ৮ ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১টি আসন৷ বিধানসভায় আসন কমলেও নবীন পট্টনায়েকের বিজেডি পাবে ৮৫-৯৫ আসন৷ গেরুয়া দল পেতে পারে ২৫ থেকে ৩৪৷ আসন৷ হাত শিবিরের ঝুলিতে যাবে ১২-১৫ আসন৷
বিধানসভা ভোটের ফল সমীক্ষার উলটো হলে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী? জয়ের দাবি, ‘‘দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা মেনে চলব৷ বিজেপিতে প্রতিভার অভাব নেই৷ এই দলে সবাই সবার পরিপূরক৷’’
মনোমালিন্যের কারণে গত বছরই বিজেডি থেকে পদত্যাগ করেন জয় পান্ডা। দলত্যাগের পর সাংসদ পদও ছেড়ে দেন। বিজেপিতে যোগ দিয়ে জয়ের প্রতিক্রিয়া ছিল, ‘‘মানুষের কাজ করতেই দল বদল৷’’ মুখে বললেও আসলে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজু জনতা দের প্রাক্তন সাংসদ বৈজন্ত ‘জয়’ পান্ডা যোগ দেন বিজেপিতে৷ কেন্দ্রপাড়া থেকে প্রার্থীও হন তিনি৷