নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ মে৷৷ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ গাঁজা-সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ কৈলাসহরের কামরাঙাতলি এলাকায় মনু নদীর ওপর ব্রেইলি ব্রিজের পুলিশ রুটিন তল্লাশির সময় টিআই ০২ জে ০৭৫৮ নম্বরের একটি ইকো গাড়ি থেকে তিন পাচারকারীকে আটক করেছে৷
পুলিশ জানিয়েছে, ইকো গাড়িটি দ্রুতবেগে শহরের দিকে যাচ্ছিল৷ পুলিশের তালাশি অভিযানকারী দল দেখে গাড়িটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তা দেখে পুলিশের সন্দেহ হয়৷ তারা গাড়ি নিয়ে ইকোর পিছু ধাওয়া করে কিছু দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়৷ ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজার প্যাকেট উদ্ধার হয়৷ সেই সঙ্গে গাড়ির তিন আরোহীকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷
গাড়ি থেকে মোট ৫৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে৷ সবকটি প্যাকেট মিলিয়ে মোট ৫১৮ কেজি গাঁজা ছিল৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ঊনকোটির পুলিশ সুপার লাকি চৌহান৷ গাড়ির তিন আরোহীর মধ্যে দুজনের বাড়ি কৈলাসহরের কামরাঙাতলি এলাকায়৷ তারা সহোদর ভাই৷ নাম দীপক দাস ও বিশ্বজিৎ দাস৷ গাড়িটিও তাদের৷
অপর ব্যক্তির বাড়ি বিহারে৷
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাঁজাগুলি পশ্চিম জেলার সিধাই মোহনপুর থেকে এনে বিহারে পাচার করার পরিকল্পনা ছিল তাদের৷ তিনজনের বিরুদ্ধ এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ আরও অধিক তথ্য উদ্ধার করতে ধৃতদের টানা জেরা করা হচ্ছে বলে কৈলাসহর থানা সূত্রে জানা গেছে৷