BRAKING NEWS

গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকটি রাজ্যকে নির্দেশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) স্ট্রং রুম এবং ভোটগণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  

বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে ভোট গণনাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে সেই আশঙ্কা করেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা বলে জানা গিয়েছে। এই মর্মে  সবকটি রাজ্যের মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে যথা্যথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সবকটি রাজ্যে আইনশৃঙ্খলা এবং পরিস্থিতি যাতে শান্ত থাকে সেই দিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৎপর হতে বলা হয়েছে।     

উল্লেখ করা যেতে পারে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত  সাত দফা ভোটগ্রহণ হয়। নির্বাচনে অংশগ্রহণ করে ৮০৪৯ প্রার্থী। দেশের প্রায় ৯০০ মিলিয়ন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। আগামী পাঁচ বছর দেশের ভাগ্য কোনও রাজনৈতিক দল ঠিক করবে তা নির্ধারিত হবে বৃহস্পতিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *