BRAKING NEWS

উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে বিক্ষোভ, তিন টিএসআর জওয়ান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে মহিলা কংগ্রেস কর্মীদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় সুরক্ষা ব্যবস্থায় ত্রুটির জন্য তিন টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এছাড়া আরো তিন নিরাপত্তা কর্মীর উপর শাস্তির খড়গ ঝুলছে৷ তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর৷


প্রসঙ্গত, মধূপুরে এক গৃহবধূকে গাছে বেঁধে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ১৭ মে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে৷ সাধারণত, দীন দয়াল উপাধ্যায় লেন নিরাপত্তার চাদড়ে মোড়া থাকে৷ কারণ, ওই রাস্তায় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিদের সরকারী আবাসন রয়েছে৷ ফলে, ওই রাস্তার দুই প্রান্তে ব্যারিকেড দেওয়া থাকে৷ সাথে নিরাপত্তা রক্ষীরাও সুরক্ষা ব্যবস্থায় মোতায়েন থাকেন৷ কিন্তু, ওইদিন মহিলা কংগ্রেসের কর্মীরা নিরাপত্তা বলয় ভেদ করে সোজা মুখ্যমন্ত্রীর বাসভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রাদর্শন করেছেন৷ কিছুক্ষণের মধ্যে অবশ্য তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু, উচ্চ নিরাপত্তা বলয় তাঁরা কিভাবে ভেদ করলেন, তা নিয়ে পুলিশ প্রশাসন সমালোচিত হয়েছে৷


তবে, ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য কাউকে রেহাই দেয়নি পুলিশ প্রশাসন৷ টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ব্যাটেলিয়ানের তিন জওয়ানকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন৷ ওইদিন কর্তব্যে গাফিলতির জন্য টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানের হাবিলদার মহানন্দ দেববর্মা, নায়েক পরিমল সরকার এবং রাইফেলম্যান সুব্রত দাসকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন তিনি৷

শুধু তাই নয়, বিভাগীয় তদন্ত চালাকালীন তাঁদেরকে গকুলনগরে বীর বন্ধু গ্রামে ১১ নম্বর ব্যাটেলিয়ানের মুখ্য কার্য্যালয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই সময় তাঁরা কোন ছুটি নিতে পারবেন না এবং বিনা অনুমতিতে রাজ্যের বাইরে যেতে পারবেন না, এমন আদেশও দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ওই ঘটনায় আরো তিন নিরাপত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাঁরাও সেদিন উচ্চ নিরাপত্তা বলয়ে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *