BRAKING NEWS

ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বাধারঘাটে অবস্থিত আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ণ ইছাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার দুপুরে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন চলে যাওয়ার পর এলাকাবাসীর নজরে পড়ে কাটা পড়া ব্যক্তির লাশ৷ তাই ধারণা করা হচ্ছে, আগরতলাগামী ট্রেনেই কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে৷


প্রত্যক্ষদর্শীদের অনুমান, মৃত ব্যক্তির বয়স ৫০-এর কাছাকাছি হবে৷ তবে তাঁর পরিচয় জানা যায়নি৷ লেভেল ক্রসিঙের পাশে ঘটনাটি ঘটায় এলাকাবাসী ধারণা করছেন, চলন্ত ট্রেনের সামনে দিয়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত জিআরপি এবং আমতলি থানার পুলিশ৷ দেহটি দু টুকরো হয়ে গিয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু হয়েছে খবর শুনে ইছাবাজার এলাকায় প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *