নয়াদিল্ল, ২১ মে (হি.স.) : দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷
মঙ্গলবার রাজধানী দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল বীরভূমিতে গিযে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের জাতীয় সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা উপস্থিত ছিলেন রবার্ট বঢরা৷ এ ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্র্জি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
উল্লেখ করা যেতে পারে দেশের ছয় নম্বর প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী৷ ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুর শ্রীপেরমবুদুরে এলটিটিই-র আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হন তিনি৷ পরে দিল্লিতে যমুনার পারে বীরভূমিতে দাহ করা হয় তাকে৷