মুম্বই, ২১ মে (হি.স.) : ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় স্কোয়াডে কোনও পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করলেন ভারতীয় নির্বাচকরা৷ যদিও ২৩ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি৷ এই সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রদবদ করতে পারবে সব দলই৷ এখনও দিন দু’য়েক সময় রয়েছে হাতে৷ তবে ততদিন অপেক্ষা করতে রাজি নয় বিসিসিআই৷
আগে সংশয় ছিল একটি জায়গা নিয়ে৷ বদলির দাবিদার ছিলেন একাধিক৷ আইপিএলে কাঁধে চোট পাওয়া কেদার যাদব বিশ্বকাপের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়েই ছিল প্রশ্ন৷ কেদার নিতান্ত ফিট না হয়ে উঠলে স্ট্যান্ড-বাই কোনও তারকার ভাগ্যে শিকে ছিঁড়তে পারত৷ আম্বাতি রায়ডু, ঋষভ পন্তরা আশায় বুক বেঁধে ছিলেন একেবারে শেষ মুহূর্তে মিরাকল কিছু ঘটে কি না৷ শেষমেশ কেদার ফিট ঘোষিত হওয়ায় নির্বাচকরদের দল নির্বাচন নিয়ে নতুন করে বৈঠক ডাকতে হয়নি৷
ভারত প্রাথমিক দলে কোনও পরিবর্তন না করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বড়সড় রদবদল করে চূড়ান্ত স্কোয়াডে৷ দলে ফেরেন অন্যতম সেরা পেসার মহম্মদ আমের৷ সঙ্গে ফেরানো হয় আরও এক স্পিড স্টার ওয়াহাব রিয়াজকে৷ ইংল্যান্ডের মাটিতেই ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমের৷এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলিও ঢুকে পড়েছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে৷ তিন জনকে জায়গা ছাড়তে বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জালি দিতে হয়েছে ফহিম আসরাফ, জুনাইদ খান ও আবিদ আলিকে৷
উল্লেখ্য, আগামী ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে৷ ৩১ মে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ ১৬ জুন ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ভারত-পাক মহারণ৷