পোর্ট ব্লেয়ার, ২১ মে (হি.স.) সোমবার গভীর রাতে ভূমিকম্পে কাপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷ সোমবার গভীর রাত ২টো ০৪মিনিটি নাগাদ ভূমিকম্প অনুভূত হয়৷ ভূমিকম্পের গভীরে ছিল ১০ কিলোমিটার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১৷
হতাহতের কোনও খবর নেই৷ ভূমিকম্প অনুভূত হতেই বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিতে পড়ে৷ কোনও ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ গত চার দিনের মধ্যে দুই বার ভূমিকম্প হল আন্দামানে। শুক্রবার গভীর রাতে এই একই মাত্রায় কম্পন অনুভূত হয়েছিল আন্দামানে। ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এত অল্প সময়ের ব্যবধানে বার দুয়েক কম্পন হওয়ায় খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পয়লা এপ্রিল ২০টি মাঝারি ধরণের ভূমিকম্প হয় এই দ্বীপপুঞ্জ-এ৷ এমনিতে ভূমিকম্প অঞ্চল বলে খ্যাতি রয়েছে এই দ্বীপপুঞ্জ-এর৷