BRAKING NEWS

বৈধ ভারতীয় নাগরিকরা এনআরসি নিয়ে শঙ্কিত হবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) :  দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আগামী ৩১ জুলাই যথাসময়ে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্ৰকাশের পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয় সে ব্যাপারে যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার জনসাধারণকে সঙ্গে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সোমবার নর্থব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে রাজনাথ সিঙের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে বাইরে এসে আলোচনার সারমর্ম জানাতে গিয়ে এ-কথাগুলি সাংবাদিকদের বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে বৈঠকে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি এবং গুয়াহাটির জু-রোডে গত ১৫ তারিখ সংঘটিত গ্ৰেনেড বিস্ফোরণ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। 

জাতীয় নাগরিকপঞ্জির আংশিক খসড়া এবং চূড়ান্ত খসড়া প্ৰকাশের পর যেভাবে অসমের জনসাধারণ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সহযোগিতা করেছিলেন, ঠিক এভাবেই ৩১ জুলাই এনআরসি-র চূড়ান্ত তলিকা প্ৰকাশ পরবর্তী সময় অনুরূপ পরিবেশ অটুট রাখতে রাজ্যের সর্বস্তরের জনতার সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্ৰী। 

এ-সম্পৰ্কে তিনি আরও বলেন, ‘এনআরসি-র নবায়নের গোটা প্ৰক্ৰিয়ার ওপর আস্থা রেখে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। এটা হল রাষ্ট্ৰীয় দায়িত্ব। আমাদের সকলকে সম্মিলিতভাবে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। গোটা প্ৰক্ৰিয়ায় কোনও বৈধ নাগরিক যাতে হয়রানের সম্মুখীন না হন সেই দায়িত্ব রাজ্য সরকার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাবে’, বলেন মুখ্যমন্ত্ৰী।

অসমের প্ৰত্যেক নাগরিকের নিরাপত্তা প্ৰদানের দায়িত্ব সরকারের আছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্ৰী বলেন, ‘এক্ষেত্ৰে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ গ্ৰহণ করেছে।’ এছাড়া, কোনও অসুবিধার সম্মুখীন হলে রাজ্য সরকারকে বিশেষভাবে অবগত করতেও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী। 

মুখ্যমন্ত্ৰী সনোয়াল বলেন, দেশের শীর্ষ আদালতের নিৰ্দেশনার ভিত্তিতে জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্ৰক্ৰিয়া চলছে। কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম যাতে এনআরসি থেকে বাদ পড়ে না যায়, সে-ব্যাপারে  কেন্দ্ৰ ও রাজ্য সরকার এনআরসি কৰ্তৃপক্ষকে সবধরনের সহযোগিতা করছে। জনসাধারণকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্ৰী বলেন, প্ৰকৃত ভারতীয় নাগরিকদের এনআরসি নিয়ে কোনও ধরনের শঙ্কিত হতে হবে না। দাবি ও আপত্তি নিষ্পত্তির শুনানিতে জনসাধারণকে অংশগ্ৰহণ করতে আহ্বান জানান তিনি।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰীর সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে কেন্দ্ৰীয় গৃহসচিব জেএস সৈনি, অসমের মুখ্যসচিব আলোক কুমার, পুলিশ-প্রধান কুলধর শইকিয়া, এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা-সহ কেন্দ্ৰ এ রাজ্য সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *