BRAKING NEWS

লাফিয়ে বাড়ল সেনসেক্স, উর্ধ্বমুখী নিফটি

নয়াদিল্লি, ২০ মে (হি. স.) : এক্সিট পোলে এনডিএ সরকার গড়ার ইঙ্গিতের প্রভাব পড়ল শেয়ারবাজারেও। সোমবার বাজার খুলতেই সেনসেক্স লাফিয়ে বাড়ল ৯৫০ পয়েন্ট। বিএসই সেনসেক্স ৯৬২.১২ পয়েন্ট বেড়ে হল ৩৮,৮৯২.৮৯। এনএসই নিফটি ২৮৬.৯৫ পয়েন্ট বেড়ে হল ১১,৬৯৪.১০। টাকার দামও  বাড়ল ৬১ পয়সা৷ 

এদিন সকালে বাজার খুলতেই সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৬৭২.২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি গিয়ে দাঁড়ায় ২০৩.০৫ পয়েন্টে। বেড়ে যায় ইন্ডিয়াবুলস, লার্সেন অ্যান্ড টুব্রো, এসবিআই,  ইসিআইসিআই, মারুতি সুজুকির শেয়ারের দাম  | এদিন টাকার দামও  বাড়ল ৬১ পয়সা৷ শুক্রবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭০.২২৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *