শ্রীনগর, ২০ মে (হি.স.) : অজ্ঞত পরিচয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক পিডিপি কর্মী। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের কুলগামে ঘটেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইটারে ওমর আবদুল্লা লেখেন, এই ধরণের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই।
রবিবার গভীর রাতে কুলগামের দেবসারে বছর ৬৯-এর পিডিপি কর্মী মহম্মদ ইসমাইল ভাটের বাড়িতে অর্তকিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। মহম্মদ ইসমাইল ভাটকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে এস কে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে রেফার করে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য গত সপ্তাহে এক পিডিপি কর্মীকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।