BRAKING NEWS

বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত রায় নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানালেন নীতিন গড়করি

নাগপুর, ২০ মে (হি.স.) : বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত রায় নয়৷ তাই এখনই জয়ের জোয়ারে গা ভাসাতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ বুথফেরত সমীক্ষাগুলিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির ফের ক্ষমতায় ফেরার আভাস পাওয়া যাচ্ছে৷ কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে আগাম জয়ের উৎসব৷ 

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়োপিকের পোস্টার লঞ্চ করতে আসেন নীতিন গড়করি৷ আগামী ২৪মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত মোদী বায়োপিক৷ তার ঠিক একদিন আগে ভোটের ফল ঘোষণা৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বুথফেরত সমীক্ষা কিন্তু চূড়ান্ত রায় নয়৷ তবে রায়ের আভাস পাওয়া যায়৷ সাধারণত এক্সিট পোলে যা আভাস দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে ফল তাই বের হয়৷ 

গতকাল সাতদফার মহারণ শেষ হওয়ার পরই বুথফেরত সমীক্ষার ফল আসতে শুরু করে৷ সব সমীক্ষাতে বিজেপিকে সরকার গঠনের জন্য এগিয়ে রাখা হয়েছে৷ সমীক্ষায় দাবি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিই ক্ষমতায় আসছে৷ কেউ কেউ তো গেরুয়া শিবিরকে ৩০০র বেশি আসন দিয়ে দিয়েছে৷ বিজেপির জয় নিয়ে নিশ্চিত ছিলেন নীতিন গড়করিও৷ বহুবার সেই কথা বলেছেনও৷

আরও একবার সেই কথা মনে করিয়ে তিনি জানান, দেশের মানুষ আবারও বিজেপির প্রতি সমর্থন জানিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত পাঁচ বছরে যে কাজ করেছে তাতে আস্থা প্রকাশ করেছে জনতা৷ এক্সিট পোল সেই আভাসই দিচ্ছে৷ নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন মোদীই৷ তাঁর নেতৃত্বেই বিজেপি এই লড়াই লড়েছে৷

কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, গতবার মহারাষ্ট্রে বিজেপি যে কটি আসনে জয় পেয়েছিল এবারও সেই আসনগুলি পাবে তারা৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৪৮টির মধ্যে বিজেপি পায় ২৩টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *