বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.): কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন বিধায়কের বাড়ির পরিচারক| রবিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় রাজারাজেশ্বীর নগরের কংগ্রেস বিধায়ক মুনিরত্নার বাড়ির জোরালো বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বিধায়কের বাড়ির পরিচারক| মৃতের নাম হল-ভেঙ্কটেশ| তিনি মুনিরত্নার বাড়ির পরিচারক ছিলেন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সকাল তখন ৯.২০ মিনিট নাগাদ ভ্যালিকাভাল এলাকায় কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন ভেঙ্কটেশ| ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি| আচমকাই জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণের পরই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভেঙ্কটেশকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|
বেঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার টি সুশীল কুমার জানিয়েছেন, সকাল ৯.২০ মিনিট নাগাদ বিধায়কের বাড়ির বাইরে বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে ভেঙ্কটেশ নামে একজন ব্যক্তির| ফরেনসিক বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছেন| তদন্ত শুরু হয়েছে|