পাটনা, ১৯ মে (হি.স.): প্রজ্ঞা সিং ঠাকুর মানেই বিতর্ক! জাতীয় জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে আখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর| পরে অবশ্য ক্ষমাও চাইছেন| কিন্তু, বিতর্ক এখনও পিছু ছাড়ছে না| নাথুরাম গডসে ‘দেশভক্ত’, প্রজ্ঞা সিং ঠাকুরের এই বিবৃতির তীব্র নিন্দা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| লোকসভা নির্বাচনের অন্তিম দফায়, রবিবার বিহারের নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার, সাসারাম, কারাকাট এবং জাহানাবাদ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এদিন পাটনায় রাজভবনের সন্নিকটে অবস্থিত একটি স্কুলের ৩২৬ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| ভোট দেওয়ার পর প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার বলেছেন, ‘ওই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়| এমন ধরনের মন্তব্য আমাদের কখনই বরদাস্ত করা উচিত নয়|’
বিতর্ক উস্কে দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার তথা মাকাল নিধি মাইয়াম প্রধান কমল হাসান| মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছিলেন কমল হাসান| কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন|’ পরে অবশ্য ক্ষমা চেয়ে প্রজ্ঞা বলেছিলেন, ‘কারও ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার| যদি কাউকে আঘাত করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী|’ ক্ষমা চাওয়া সত্ত্বেও, প্রজ্ঞার বিরুদ্ধে অপেক্ষাকৃত কড়া অবস্থান নিয়েছে ভারতীয় জনতা পার্টি| প্রজ্ঞার বক্তব্যের ব্যাখা চেয়েছে বিজেপির শৃঙ্খলা কমিটি| বিজেপির এই পদক্ষেপের প্রেক্ষিতে এদিন নীতীশ কুমার বলেছেন, ‘দল (বিজেপি) কী পদক্ষেপ নিয়েছে, সেটা তাঁদের আভ্যন্তরীণ বিষয়|’