সিমলা, ১৯ মে (হি.স.) : দৃষ্টি শক্তি না থাকা সত্ত্বেও ভারতের প্রথম ভোটার শ্যাম সারান নেগি রবিবার তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তিনি হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলা থেকে ভোটদান করেন।
সপ্তদশ লোকসভা নির্বাচনের আজ, রবিবার শেষ তথা সপ্তম দফা নির্বাচন। হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলা থেকে প্রথম ভোটার শ্যাম সারান নেগি তাঁর ভোটদান প্রয়োগ করেন। মান্দি লোকসভা নির্বাচনী কেন্দ্রের কালপা বুথ থেকে তিনি ভোটদান করেন। তাঁর বয়স ১০২ বছর। নির্বাচনী কর্মীরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রে উষ্ণ অভ্যর্থনা জানান। শ্যাম সারান নেগি হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলার বাসিন্দা।
কিন্নায়ুর জেলা নির্বাচন আধিকারিক গোপাল চাঁদ জানিয়েছেন, শ্যাম সারান নেগি ভারতের প্রথম ভোটার। রাজ্য নির্বাচন ডিপার্টমেন্টের জন্য তাঁর ভোটদান খুবই গুরুত্বপূর্ণ। নেগি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। অফিসিয়াল রেকর্ড-র ভিতিত্তে জানা গিয়েছে, ১৯১৭ সালের ১ জুলাই তাঁর জন্ম।
ভারতের প্রথম নির্বাচনে প্রথম ভোটদান করেছিলেন নেগি। ভারতের প্রথম ভোটদান হয় ১৯৫২ সালে। নেগি জানান, যখন ভারতের প্রথম ভোটগ্রহণ হয় তখন তিনি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলার কল্পা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭টাই পৌঁছন। তিনিই প্রথম পৌঁছে সব চেয়ে আগে ভোট দান করেন। এর পরে তাঁকে জানানো হয় যে তিনি প্রথম ভোটদান করেন।
সিমলা(এসসি), হামিরপুর, কাংড়া এবং মান্দি আসনে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ২৩ মে।