আগরতলা, ১৭ মে (হি.স.) : দলের মধ্যেই রয়েছে ষড়যন্ত্রকারী ও বিভীষণ। এঁরা রাজ্যবাসীর ক্ষতি করছেন, বদনাম করছেন গোটা দলের। আভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের। শুক্রবার সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ করেছেন।
মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘কী আর বলা যাবে, নিজের দলের ভিতরেই রয়েছে ষড়যন্ত্রকারী, তবে আজ আমি ঘোষণা করে বলছি ষড়যন্ত্রকারী ও বিভীষণদের বিরুদ্ধে আগামী দু মাসের মধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তখনই সব কিছু জনগণের সামনে তুলে ধরা হবে।’ এমন-কি ‘ষড়যন্ত্রকারী’দের কোথাও রাখা হবে না বলেও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিপ্লব দেব। বলেন, এই-সব ষড়যন্ত্রকারী এবং বিভীষণেরা রাজ্যের সুনাম ক্ষুণ্ণ করছে। সরকার, সরকারি কর্মচারী এমন-কি সাংবাদিকদের নামে এঁরা কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শুধু সরকার নয়, জনগণের সামনে তাঁদের বিষয়ে তুলে ধরলে জনতা নিজেরাই এঁদের বিচার করবেন বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের আজকরে এই অভিযোগের খবর চাউর হলে রাজ্য জুড়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।