BRAKING NEWS

কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো আগরতলায়ও৷ এই ঘটনার নিন্দা জানিয়ে আজ সন্ধ্যায় আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই৷ আজ বিকেলে আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি রাকেশ দাস এবং সহসভাপতি সম্রাট রায়৷ প্রতিবাদ মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে আগরতলা শহর জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়৷

এর পরও প্রবল ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা প্রতিবাদ মিছিল চালিয়ে যান৷ রাকেশ দাস এবং সহসভাপতি সম্রাট রায় এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এমন বর্বরোচিত ঘটনার জন্য তাঁরা বিজেপি এবং দলের সভাপতি অমিত শাহকে দায়ী করেন৷ দলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এই দলকে জনবিচ্ছিন্ন করার দাবি জানান তাঁরা৷ বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এরও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করার কথা থাকলেও প্রবল ঝড় বৃষ্টির কারণে স্থগিত রাখা হয়েছে৷ তবে শুক্রবার বিকেলে এই ঘটনার নিন্দা জানিয়ে তারা মিছিল করবেন বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *