বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নোংরা ভোটব্যাঙ্কের রাজনীতি, শেষের দিন গণনা শুরু তৃণমূলের : অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নোংরা ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস| তৃণমূল নিজেদের শেষের দিন গণনা শুরু করে দিয়েছে|বুধবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেছেন, ‘মমতা দিদির হিম্মত থাকলে, কোনও নিরপেক্ষ তদন্ত করিয়ে প্রমাণ করুন বিজেপি ঝামেলা শুরু করেছিল|’

মঙ্গলবার বিকেলে শান্তিপূর্ণভাবেই চলছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র শোভাযাত্রা| উত্তর কলকাতা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে শোভাযাত্রা করছিলেন তিনি| বিজেপির অভিযোগ, রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে প্রথমে গোলমাল বাধায় তৃণমূল| তৃণমূলের হামলার প্রেক্ষিতে বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘বিজেপি গোটা দেশের প্রতিটি রাজ্যেই প্রতিদ্বন্দ্বিতা করছে,আর মমতা দিদির তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গের ৪২টি আসনে লড়ছে| ছ’দফার ভোটে ভারতবর্ষের কোথাও কোনও ঝামেলা হয়েছে? তাহলে, পশ্চিমবঙ্গে যে ঝামেলা হচ্ছে কে করেছে মানুষ ৱুঝতে পারছেন|’

অমিত শাহ আরও বলেছেন, ‘রোড শো প্রায় আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলেছে| যে সংখ্যায় ভিড় হয়ে মানুষের সমর্থন ছিল, তাতে মমতা দিদির রাগ হয়েছিল| নির্দিষ্ট সূচনা থাকা সত্ত্বেও তৃণমূলের বিক্ষোভ বিরত করার অথবা তাঁদের সরিয়ে দেওয়ার কোনও প্রচেষ্টা করেনি পুলিশ|’ সন্ধ্যা পর্যন্ত বিদ্যাসাগর কলেজের গেট খোলা রাখা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ কলেজের গেট খোলা রাখা হয়েছিল কেন? গেটের চাবি কার কাছে থাকে?কলেজ বন্ধ থাকার সময়েও কেন বাইরের লোক ভিতরে ছিল? মমতা দিদির হিম্মত থাকলে,কোনও নিরপেক্ষ তদন্ত করিয়ে প্রমাণ করুন বিজেপি ঝামেলা শুরু করেছিল|’ অমিত শাহ দাবি করে বলেছেন, ‘কলেজের বাইরে রাস্তায় ছিল বিজেপি কর্মীরা| কলেজের ভিতরে ছিল তৃণমূল কর্মীরা| কলেজের গেট বন্ধ থাকলে মূর্তি ভাঙল কে? মূর্তি ছিল ঘরের মধ্যে, তালা ভাঙল কে?বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল|’ মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নোংরা ভোটব্যাঙ্কের রাজনীতি করে তৃণমূল নিজেদের শেষের দিন গণনা শুরু করে দিয়েছে| মমতা দিদি বুঝতে পেরেছেন, মানুষ তৃণমূলের সঙ্গে আর নেই| তাই মনীষীদের নিয়ে রাজনীতি করে মানুষকে আবেগপ্রবণ করতে চাইছেন|মানুষ বিজেপির পাশে আছেন| আগামী ২৩ মে বিজেপি ৩০০-র বেশি আসন নিয়ে ‘আবার একবার মোদী সরকার’ ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গে ২৩টির বেশি আসনে জয়ী করে বাংলার মানুষ আশীর্বাদ করবেন|’ উল্লেখ্য, এদিনের সাংবাদিক সম্মেলনে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ এবং প্রকাশ জাভড়েকর-সহ অন্যান্য বিজেপি নেতা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *