নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ সদ্য সমাপ্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সব বুথে পুণঃ নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টে সিপিএম যে রিট পিটিশন দাখিল করেছিল তা সুপ্রিম কোর্টে শুননীর জন্য উঠে৷ সুপ্রিম কোর্ট মামলাটি আগে হাইকোর্টে করার জন্য পরামর্শ দিয়েছে৷ সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি ইন্দিরা ব্যানার্জী এবং বিচারপতি সঞ্জীব খান্নার কোর্টে শুনানীর জন্য উঠেছিল৷
এদিকে, সুপ্রিম কোর্টের পরামর্শ পাওয়ার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে মঙ্গলবার এক প্রেস রিলিজে জানিয়েছে, ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রাার্থী শংকর প্রসাদ দত্ত রিট পিটিশনটি দাখিল করেছিলেন৷ রিট আবদনে গত ১১ এপ্রিল এই কেন্দ্রের ভোটে শাসক দল বিজেপির ব্যাপক রিগিংয়ের পরিপ্রেক্ষিতে প্রসহনাত্মক নির্বাচন বাতিল করে সমগ্র কেন্দ্রটিতে পুণঃ নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে আর্জি জানানো হয়৷

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শংকর প্রসাদ দত্তের আইনজীবী অ্যাডভোকেট পি ভি দীনেশ আজ সুপ্রিম কোর্টে বলেন, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ ডক্যুমেন্টেই ব্যাপক রিগিংয়ের স্বীকৃতি রয়েছে৷ বিচারপতিরা মামলাটি আগে হাইকোর্টে পেশ করতে পরামর্শ দেন৷ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পরামর্শে মামলাটি হাইকোর্টে পেশের জন্য সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়৷ আগামীকাল ত্রিপুরা হাইকোর্টে রিট আবেদনটি পেশ করা হবে বলে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী বিবৃতিতে জানিয়েছে৷