সাসারাম (বিহার), ১৪ মে (হি.স.): পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী| এছাড়াও মোদীজীর নেতৃত্ব গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ| মঙ্গলবার এমনই দাবি করলেন বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান তথা বিজেপির রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা| নির্বাচনী জনসভা করতে মঙ্গলবারই সাসারাম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সাসারাম-এ প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ আর কে সিনহা বলেছেন, ‘পুনরায় প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই| মোদীজীর নেতৃত্বে গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ|’
আর কে সিনহা আরও বলেছেন, ‘উত্তর-পূর্ব এবং কাশ্মীর ছাড়া গোটা দেশেই, কেরল থেকে উত্তরাখণ্ড পর্যন্ত প্রচারের জন্য গিয়েছিলাম আমি| সমগ্র দেশে বিজেপির পক্ষেই ঢেউ বইছে| প্রধানমন্ত্রীর প্রতি দরিদ্রদের মানুষদেরও আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে| ২৩ মে সন্ধ্যায় ভোটের ফলাফল আসার পরই, মোদীজীর নেতৃত্ব গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ|’ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার প্রাক্কালে এদিন কুরাইচ-এ অবস্থিত মহাবীর মন্দির বিশেষ পূজার্চনা ও আরতি করেন হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার চেয়ারম্যান আর কে সিনহা| পাশাপাশি ভগবান চিত্রগুপ্তেরও দর্শন করেছেন আর কে সিনহা| প্রসঙ্গত, সাসারাম-এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার জন্য বিগত দু’দিন ধরে কর্মী শিবির করেছেন আর কে সিনহা|