BRAKING NEWS

কর্ণাটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, দু’টি শিশু-সহ মৃত্যু ৩ জনের

ধারওয়ার (কর্ণাটক), ১৪ মে (হি.স.): কর্ণাটকের ধারওয়ার জেলার কুন্ডগোল শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’টি শিশু-সহ ৩ জনের| মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুন্ডগোল শহরের  ইয়ারগুপ্পি গ্রামে| মৃতদের নাম হল-ওয়াই গাদাদ (৫৩), জ্যোতি মেটি (৯) এবং শ্রাবণী রাধাই (৪)| মর্মান্তিক এই ঘটনায় ৩ জনের মৃতু্যর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কুন্ডগোল শহরের ইয়ারগুপ্পি গ্রামে আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি| ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে দু’টি শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়েছে| বাকি দু’জনের আপাতত চিকিত্সা চলছে| কী কারণে ভেঙে পড়ল বাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় কুন্ডগোল থানায় মামলা দায়ের করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *